বাংলাদেশ | বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

আন্তর্জাতিক

21-10-2017 11:25:25 AM

কাতালোনিয়া স্পেনের সাথেই থাকবে : রাজা ফিলিপ

newsImg

স্পেনের অধিভুক্ত কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতা প্রশ্নে আবারও মুখ খুললেন দেশটির রাজা ষষ্ঠ ফিলিপ। উত্তর স্পেনের ওভিয়েডো শহরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন, কাতালোনিয়া স্পেনের অংশ ছিল এবং থাকবে।

খবর বিবিসির।

 

রাজা ষষ্ঠ ফিলিপ আরও বলেন, কাতালান সরকার স্পেনে একটা ফাটল তৈর করার চেষ্টা করছে। কিন্তু স্পেনের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সরকার এই সংকট সমাধান করবে।

একটি গণতান্ত্রিক কাঠামোতে ফাটল ধরিয়ে কোনো ভবিষ্যতই নির্মাণ করা যায় না এবং উন্নয়ন বা মুক্তির কোনো প্রকল্পই সঠিকভাবে এগোয় না বলে সতর্ক করে দেন তিনি।

এদিকে, কাতালোনিয়ার নেতারা স্বাধীনতা ঘোষণা করবে বলে হুমকি দিয়ে আসছে। কিন্তু এই হুমকির জবাবে দেশটির কেন্দ্রীয় সরকার সেখানে সরাসরি শাসন জারি করার পরিকল্পনা করছে। আগামীকাল রবিবারই এই বিষয়ে একটা পরিপূর্ণ ও বিস্তারিত ঘোষণা দিতে যাচ্ছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিনো রাজোয়।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে সেখানে একটি বিতর্কিত গণভোট অনুষ্ঠিত হয়। যেখানে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল অঞ্চলের প্রায় ৯০ ভাগ ভোটার।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 384 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends