বাংলাদেশ | বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

কেম্পাস

12-10-2017 01:45:26 AM

আওয়ামী লীগের উপ-কমিটিতে রাবির পাঁচ অধ্যাপক

newsImg

ক্ষমতাসীন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপ-কমিটিতে (২০১৬-১৯) স্থান পেয়েছেন রাজশাহী বিশ্বববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক। 
সোমবার ৪৯ সদস্যের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক উপ-কমিটির একটি খসড়া তালিকায় তাদের নাম রয়েছে।

কমিটির চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।

 

কমিটিতে পদ পাওয়া রাবির অন্য চার অধ্যাপক হলেন- সাবেক উপ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, অধ্যাপক এ পি এম সফিকুল ইসলাম, অধ্যাপক আবুল কাশেম ও অধ্যাপক নাসিমা খাতুন। এ ছাড়াও কমিটিতে স্থান পাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারজন উপাচার্য। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান।

কমিটির চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক আবদুল খালেক আই-নিউজ২৪.কম কে জানান, আমাকে একটি খসড়া তালিকা করতে বলা হয়েছিল। তাই আমি তালিকা করে দিয়েছি। এটাই চূড়ান্ত নয়। কমিটিতে যাদের নাম রয়েছে তাদের বিষয়ে ভালোভাবে খোঁজ খবর নিয়ে চূড়ান্ত কমিটি ঘোষণা করা হবে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2046 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends