বাংলাদেশ | বুধবার, এপ্রিল ২৪, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

জাতীয়

12-10-2017 01:34:16 AM

'প্রধান বিচারপতির আবেদনে প্রধানমন্ত্রী সই করেছেন'

newsImg

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক সই করেছেন। রাষ্ট্রপতি কিশোরগঞ্জ সফরে থাকায় সই করতে পারেননি।

সফর শেষে ঢাকায় ফিরলেই রাষ্ট্রপতি আবেদনে সই করবেন। আজ বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় আইনমন্ত্রী এ কথা বলেন।   

 

'তিনি (প্রধান বিচারপতি) যে আবেদন করেছেন, সেখানে আজ প্রধানমন্ত্রী ও আমি স্বাক্ষর করেছি। কিশোরগঞ্জ থেকে ফিরলে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন। '- বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতি ছুটি নিজেই নিতে পারেন। কিন্তু বিদেশ যেতে হলে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়। আর এ অনুমোদনের জন্য ফাইলটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বঙ্গভবনে যাওয়ার নিয়ম।   

এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থান করতে চান।

বিষয়টি উল্লেখ করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠান তিনি।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 288 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends