বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

আন্তর্জাতিক

19-12-2016 11:15:52 AM

'মুম্বাই-দিল্লির রেস্তোরাঁয় প্রবেশ করতে দেয়া হচ্ছে না সমকামীদের'

newsImg

ভারতের দিল্লি ও মুম্বাইয়ে রেস্তোরাঁ ও বারগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে সমকামীদের। রাজধানীসহ বাণিজ্যনগরীতেও বেশ কিছু রেস্তোরাঁ ও বারে ঢুকতেই দেওয়া হচ্ছে না তাদের।ফলে বড়দিন ও বছর শেষের পার্টিতে যোগ দিতে দেওয়া হচ্ছে না তাদের।সমকামীদের অধিকার রক্ষার্থে যখন আন্দোলন চলছে বিশ্বজুড়ে, তখন দিল্লি ও মুম্বাইয়ের বেশ কিছু অভিজাত রেস্তোরাঁ 'লজ্জাজনক' মানবাধিকার লঙ্ঘন করছে। অথচ, কেন এই ধরনের লিঙ্গ বৈষম্য, তার কোনো সদুত্তর নেই রেস্তোরাঁ ও বার মালিকদের কাছে।মুম্বাইয়ের একটি নামী বার ও রেস্তোরাঁর ম্যানেজারের বক্তব্য, ওপর মহল থেকে নির্দেশ রয়েছে। শুধুমাত্র স্বামী-স্ত্রীর মতো দেখতে যুগলকেই ঢুকতে দেওয়া হবে।এলজিবিটিকিউ (LGBTQ) অধিকার কর্মী হরীশ আইয়ারের কথায়, 'আমাকেও তো মুম্বাইয়ে একটি বারে ঢুকতে দেওয়া হল না। কিন্তু এদেশের আইন তো সমলিঙ্গ প্রেমের বিরোধী নয়। এটাও তো এক ধরনের অ্যানাল সেক্স। তাহলে কেন, এই বৈষম্য। '

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 907 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends