বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

আন্তর্জাতিক

19-12-2016 09:27:11 AM

রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণের প্রমাণ পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

newsImg

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দেশটিতে বেআইনি হত্যাকাণ্ড, বহু ধর্ষণ, পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার সত্যতা পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের মতে, রোহিঙ্গা বিরোধী এক অভিযানের অংশ হিসেবে তারা একাজ করছে, যা মানবতা বিরোধী অপরাধের শামিল হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।।বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের আরাকান প্রদেশে গত দু'মাসের বেশী সময় ধরে চলা সেনা অভিযান এবং এই অভিযান থেকে পালিয়ে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানের বাংলাদেশে পালিয়ে আসার প্রেক্ষাপটে সোমবার ভোরবেলায় এই প্রতিবেদনটি প্রকাশ করে অ্যামনেস্টি।এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎকার, স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ এবং ভিডিও ও ফটো-র ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করে অ্যামনেস্টি।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 508 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends