বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

আন্তর্জাতিক

18-12-2016 03:28:09 PM

প্রতিদিন মৃত্যুর কাছে হার মানে ২০ জন অভিবাসী

newsImg

১৯৯০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের এক সম্মেলনে দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। অভিবাসন দিবসকে সামনে রেখে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।তাদের মতে চলতি বছর এখন পর্যন্ত ৭১৮৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। সে হিসেবে প্রতিদিন গড়ে ২০ জন অভিবাসী মৃত্যুর কাছে হার মেনে নিচ্ছে। খবর ওয়াশিংটন পোস্ট এর।সংস্থাটি জানায়, অভিবাসী মৃত্যুর এই সংখ্যার রেকর্ডটি এই বছরের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই বিশ্বের অভিবাসনের সবচেয়ে বড় সঙ্কট। এর আগে কোন বছরে এতো বিপুল সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়নি। ২০১৬ সালে অভিবাসীদের অকাল মৃত্যু এবং নিখোঁজের হার অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ২০১৬ সাল শেষ হতে এখনও বাকি। এই সময়ের মধ্যে অভিবাসন প্রত্যাশী আরও দুই থেকে তিনশ' নারী-পুরুষ ও শিশুর মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে আইওএম।আইওএমের পরিসংখ্যানে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বে অভিবাসীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২০০০ সালে এ সংখ্যা ছিল ১৭৫ মিলিয়ন। ২০১৫ সালে তা দাঁড়ায় ২৪৪ মিলিয়নে। ২০১৬ সালে সে সংখ্য অবিশ্বাস্য হারে বেড়েছে বলে উল্লেখ করেছে আইওএম।  

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 485 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends