বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

খেলা

17-12-2016 01:00:56 PM

ফিফার সমালোচনায় জিদান

newsImg

ফ্রান্সের সাবেক ফুটবল তারকা ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি সিস্টেমের সমালোচনা করলেন। জিনেদিন জিদান মনে করেন ফিফার এমন সিদ্ধান্ত নাকী মাঠে আরও বিভ্রান্তি বাড়িয়ে দিচ্ছে।সেই সঙ্গে তিনি ফিফার এই নতুন টেকনোলজির সিস্টেমটি আরও ভালোভাবে পরিস্কার করা উচিত বলেও মনে করেন।ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব আমেরিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচেই এ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। অতিরিক্ত সময়ে রোনালদোর করা গোলটি নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়। কারণ গোলটির সময় রোনালদো অফসাইডে ছিলেন কিনা সহকারী রেফারি নিশ্চিত ছিলেন না ।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আমার মনে হয় এই সিদ্ধান্ত অনেক বিভ্রান্তি বাড়িয়ে দিচ্ছে। ফিফা যা করতে চায় তার সঙ্গে আমরা অবশ্যই একমত হতে চাই। কিন্তু এ বিষয়ে আরও পরিষ্কার করা উচিত। কারণ এমন উন্নতি অবশ্যই ফুটবলের জন্য ভালো। কিন্তু সে বিষয়টি অবশ্যই সকলের জন্যই পরিষ্কার হতে হবে। এবং তা অবশ্যই এমনভাবে না।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 438 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends