বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

খেলা

16-12-2016 08:59:37 AM

পিচ শুকাতে গরম কয়লা ব্যবহার করছে ভারত!

newsImg

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ক্রিকেট পিচের ওপর সারি করে রাখা হয়েছে গরম কয়লাসহ ট্রে। আর তার পাশেই বসে আছেন গ্রাউন্ডসম্যান।কারণ এই পিচেই শুক্রবার শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পঞ্চম টেস্ট ও শেষ টেস্ট!বৃহস্পতিবার দিনভর পিচ নিয়ে চিন্তিত ছিলেন গ্রাউন্ডম্যান আর আয়োজকরা। পঞ্চম টেস্টের বলটা সময়মত গড়াবে তো। তাই ভেজা পিচ শুকানোর জন্য এই গরম কয়লা ভর্তি ট্রে ব্যবহৃত হচ্ছে! ঘূর্নিঝড় ভারদার আঘাতে ছিন্নভিন্ন হয়ে আছে ভারতের দক্ষিণের অন্যতম শহর চেন্নাই। তবে টানা কয়েকদিন পর বৃহস্পতিবার সূর্যের আলো উঁকি দেওয়ায় স্বস্তি দেখা দিয়েছে গ্রাউন্ডসম্যানদের চোখে মুখে।তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কাসি বিশ্বনাথন বলেন, ‘এখনো অনেক কাজ বাকি। কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে খেলা সময় মত শুরু হবে। ঝড়ের কারণে পিচ ও আউটফিল্ডের তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু সাইটস্ক্রিন একেবারেই নষ্ট হয়ে গেছে। বাতিগুলো নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্রগুলোও।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 547 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends