বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ,১৪৩১

আন্তর্জাতিক

15-12-2016 03:38:52 PM

আলেপ্পোতে হত্যাকাণ্ডের প্রতিবাদে অন্ধকার আইফেল টাওয়ার

newsImg

সিরিয়ার আলেপ্পোতে হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বুধবার নিভিয়ে রাখা হল প্যারিসের আইফেল টাওয়ারের আলো। আগে থেকেই সাধারণ মানুষকে জানিয়ে দেশটির নগর মেয়র আ্যন হিদালগো টুইটারে লেখেন, ‘‌আলেপ্পোর মানুষের পাশে দাঁড়াতে আজ রাত সাড়ে ৮টার পর আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হবে।জানা যায়, গত মাস থেকেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনা আলেপ্পোর দখল নিতে শুরু করে। মঙ্গলবার সিরীয় সেনারা জানান, বিদ্রোহীদের হাত থেকে আলেপ্পো পুনর্দখলের লড়াই আর মাত্র কয়েক ঘণ্টার। আলেপ্পোর ৯০ শতাংশ এখন তাদের দখলে। সেই সময় পূর্ব আলেপ্পোয় আটকে ছিলেন প্রায় ১০,০০০ মানুষ। পরিস্থিতি বুঝে এগিয়ে আসে তুরস্ক ও রাশিয়া। বিদ্রোহী এবং সাধারণ মানুষকে আলেপ্পো থেকে নিরাপদে বের করে নিয়ে যেতে মধ্যস্থতা করে। পূর্ব আলেপ্পো থেকে সরে যেতে রাজি হয় বিদ্রোহীরাও। বুধবার সকাল থেকে এলাকা খালি করার কথা ছিল। কিন্তু হঠাৎ গোলাগুলি বর্ষণে ফের পরিস্থিতির অবনতি হয়। বিদ্রোহীদের খোঁজে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি অভিযান চালায় সিরীয় সেনা। শিশু ও মহিলা গুলি করে হত্যা করেছে অনেককে। বুধবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 513 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends