বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ,১৪৩১

জাতীয়

15-12-2016 09:05:53 AM

প্রতিকী বদ্ধভূমিতে বুদ্ধিজীবীদের স্মরণ

newsImg

রায়ের বাজার বদ্ধভূমিতে পড়ে আছে একের পর এক অসংখ্য মৃত লাশ। কোনটা পঁচে গেছে। কোনটা বিকৃত। কারোকা শরীর চুইয়ে তখনো রক্ত পড়ছে। চারদিকে লাশের গন্ধ। তারমাঝেই হাতে প্রদীপ নিয়ে ঘুটঘুটে অন্ধকারে প্রিয় মানুষের মৃতদেহ খুঁজছেন শোকার্ত স্বজনেরা’। ৭১এর মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যাযঞ্জের সেই নির্মম স্মৃতিকাহিনী এভাবে নাট্যরুপ দিয়ে এক ব্যতিক্রমী আয়োজন কওে ফরিদপুরের টাউন থিয়েটার।আজ বুধবার সকালে শহরের নিলটুলীতে টাউন থিয়েটার ভবনের সামনে গড়ে তোলা হয় রায়ের বাজার বধ্যভূমির এ প্রতিকী আদল। নাট্যশিল্পী গোবিন্দ বাগচির পরিকল্পনায় শিশু কিশোর সংগঠন ও স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া আলোক প্রজ্জলন করে এর উদ্বোধন করেন।এসময় ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, টাউন থিয়েটারের সাধারণ সম্পাদক দেবব্রত দাস প্রমুখ উপস্থিত ছিলেন।ফরিদপুরের শিশু ও কিশোর নাট্যশিল্পীরা এতে অংশ নেয়। দেশের গান, কবিতা আবৃত্তি ও ৭১ এর স্মৃতিচারণমুলক গান পরিবেশন করা হয় এসময়। প্রায় পৌনে একঘন্টাব্যাপী এ অনুষ্ঠান দর্শকের দৃষ্টি কাড়ে। সবশেষে অতিথিবৃন্দ অভিনেতাদের মুখে পানি দিয়ে তাদের শ্রান্তিমোচন করেন।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 527 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends