বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৫ বৈশাখ,১৪৩১

জাতীয়

14-12-2016 10:31:28 AM

মাদক এবং ইভটিজিং বিষয়ে অপরাধীদের সরাসরি জেল দেয়া হবে

newsImg

জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।সভায় বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা, জেলা সিভিল সার্জন অরুন কান্তি বিশ্বাস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের, বোয়ালমারী উপজেলা নির্বহী অফিসার রওশন আরা পলি, চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌরসভার প্রধান প্রকৌশলী কাওসার আলী, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ। সভায় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, বিজয় দিবসের পরেই শহরের ড্রেন ও খাল অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু হবে। ইভটিজিং ও মাদকের ব্যাপরে তিনি বলেন, মাদক এবং ইভটিজিং বিষয়ে কোন ছাড় নেই। এক্ষেত্রে অপরাধীদের সরাসরি জেল দেয়া হবে।কোন জরিমানার সুযোগ নাই। সভায় পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, সভায় জেলার কোথাও কোন অনিয়মের তথ্য পেলে সরাসরি জানানোর জন্য আহবান জানান ।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 505 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends