বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

আন্তরজাতিক রাজনীতি

14-12-2016 09:13:57 AM

ভারত পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ তৈরি করছে- পাকিস্তান

newsImg

পাকিস্তান দাবি করেছে, ভারত পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ তৈরি করছে। প্রতিরক্ষার জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ এবং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত অতিরিক্ত সচিব তাসনিম আসলাম মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে এক সেমিনারে এ কথাবলেন।তিনি দাবি করেন, ভারত দিনে দিনে পরমাণু মজুদ বাড়িয়ে তুলেছে। এর বিপরীতে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকা ছাড়া পাকিস্তানের অন্য কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান নুন্যতম পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছে।এ ছাড়া, পাকিস্তানকে ভেঙ্গে ১০ টুকরা করা হবে বলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইংগিত করে  তিনি আরো দাবি করেন, ভারতীয় নেতৃবৃন্দের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 559 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends