বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

জাতীয়

13-12-2016 10:38:57 AM

ভাঙ্গায় শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ

newsImg

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাইশাখালী গ্রামে ঘরে আগুন ধরিয়ে স্কুল পড়–য়া এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাব্বির হোসেন শান্ত (১২)। সে বাইশখালী গ্রামের মো. আমির হোসেনের পুত্র ও ভাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।নিহতের পরিবার জানান, একটি মামলায় সাক্ষী দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে মতবিরোধ চলছিল শিশুটির বাবা আমির হোসেনের। ইতিপূর্বে একাধিকবার বাড়ীঘর পুড়িয়ে দেয়ার হুমকিও হয় তাদের (প্রতিপক্ষের) পক্ষ থেকে। রোববার মধ্যরাতে দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে ঘরের মধ্যেই পুড়ে মারা যায় শিশুটি।তারা জানান, কিছু বুঝে উঠার আগেই আগুনে আজিজ মুন্সি, আমির হোসেন, মাইনুদ্দিন মুন্সিসহ চারটি ঘর ভষ্মিভূত হয়। এ সময় ঘরের মধ্যে রক্ষিত নগদ ৪০ হাজার টাকা, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেলেও বাড়ির প্রবেশ পথের রাস্তায় একটি সরু সেতু থাকায় গাড়ীসহ দমকল কর্মীরা পৌছাতে পারেনি।নিহতের পরিবারের দাবী আগুনের সুত্রপাত হওয়ার মত কোন উপাদান ওই ঘর ও তার আশেপাশে ছিলনা। আগুনের ভয়াবহতা দেখে অনুমান করা যায় কোন দাহ্য পাদার্থ দিয়ে দূর্বত্তরা শত্রুতামূলকভাবে আগুন ধরিয়া দিয়েছে। রাতের অন্ধকারে ঘরে থাকা লোকজন কোন রকম বের হতে পারলেও শিশু সাব্বিরকে বের করা সম্ভব হয়নি।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভস্মিভূত অংশের মধ্যে অঙ্গার হয়ে যাওয়া শিশু সাব্বিরের লাশটি পড়ে রয়েছে। বিভৎস এ দৃশ্য দেখে সবাই আশ্রুপাত করছে। পাশেই মা সালমা বেগম ও বাবা আমির হোসেন বুকফাঁটা আহাজরি করছেন এবং মাঝে মাঝে মুর্ছা যাচ্ছেন।বাবার আমির হোসেন চিৎকার করে বলছেন, আমার ছেলে সাব্বির আগুনের লেলিহান শিখার মধ্যে বাবা বাঁচাও! বাবা বাঁচাও বলে চিৎকার করছে। আমি তাকে শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি।এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমরা রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। লাশ উদ্ধার করে করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 457 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends