বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

সরকারী দল

12-12-2016 05:40:36 PM

শীতলক্ষ্যা সেতু করে দেয়ার প্রতিশ্রুতি কখনো দেইনি: আইভী

newsImg

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ''শীতলক্ষ্যা সেতু করে দেব এ ধরনের কোন প্রতিশ্রুতি আমি কখনো দেইনি। বিগত ৫ বছর অনেক চেষ্টা করেছি এ সেতু করার জন্য।সিটি করপোরেশনের মাধ্যমে ৫নং খেয়াঘাট এলাকা দিয়ে সেতু তৈরি করতে চাচ্ছি, সেটার কাজও অনেক দূর এগিয়ে গেছে। আমি চেষ্টা করবো যাতে এ ব্রিজটা করা যায়। ব্রিজ করে দেবেন বলে সাখাওয়াত হোসেন যে প্রতিশ্রুতি দিচ্ছেন তা তিনি কীভাবে করে দেবেন? উন্নয়নের এ ধারাবাহিকতা রাখতে হলে আইভীকেই প্রয়োজন। এ সরকারের প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এ সেতু করে দেবেন।সোমবার সকালে শহরের ১২ নং ওয়ার্ডের ইসদাইর উত্তর চাষাঢ়ায় গণসংযোগের সময়ে তিনি এসব কথা বলেন। এসময় বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আইভী বলেন, ‘গ্যাস ও পানি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নয়। গ্যাসের একটা সমস্যা নারায়ণগঞ্জে আছে। ইতোমধ্যে আমি প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তবে এখন হয়তো কিছুটা গ্যাসের চাপ কমে গেছে। তবে গ্যাসের কাজ এখানে চলছে। তাই দয়া করে এ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। পানির সমস্যা ঢাকা ওয়াসার কাজ, সেটা ওয়াসা দেখবে। কিন্তু এ কাজটাকে সহযোগিতা করার জন্য আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন সেটা করবো। ’সেনাবাহিনী মোতায়েন বিষয়ে আইভী বলেন, ‘নির্বাচনের আরো নয়দিন বাকি। দিনের পর দিন নির্বাচন চিত্র বদলাচ্ছে। যদি নির্বাচন কমিশন মনে করে তাহলে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। ’আইভী কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি বলে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী সাখায়াত হোসেনের অভিযোগের প্রেক্ষিতে আইভী বলেন,‘এ বিষয়ে জনগণ বলবে, আমি বলবো না।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 376 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends