বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

রাজধানী

12-12-2016 04:54:29 PM

বুদ্ধিজীবী দিবসে মিরপুরে গাড়ি চলবে বিকল্প পথে

newsImg

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর সুবিধার জন্য এ ব্যাবস্থা নেওয়া হয়েছে।সোমবার দুপুরে ডিএমপির অ্যাডমিন বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শাহাব উদ্দীন কোরেশী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।বিজ্ঞপিতে বলা হয়, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে ওই দিন মিরপুর মাজার রোড থেকে ১ নাম্বার ক্রসিং পর্যন্ত সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বাস, ট্রাক, হিউম্যান হলার, থ্রি হুইলার, রিকশা, ভ্যান চলাচল বন্ধ থাকবে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।বিকল্প হিসেবে যেসব সড়ক ব্যবহার করা যাবে-আশুলিয়ার দিক থেকে বেঁড়িবাধ দিয়ে মিরপুরগামী যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বায়ে মোড় নিয়ে শাহআলী থানা রোড ব্যবহার করতে হবে।আবার মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করে যেতে চাওয়া যানবাহন টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম রোড ব্যবহার করতে হবে।এছাড়া মিরপুর-১০ নম্বর থেকে গাবতলীর দিকে যাতাযাতকারী যানবাহনের জন্য মিরপুর-১ নম্বর থেকে দারুস সালাম রোড দিয়ে টেকনিক্যাল মোড় হয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 473 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends