বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৬ বৈশাখ,১৪৩১

আন্তরজাতিক রাজনীতি

12-12-2016 04:47:51 PM

এমন উত্তম-মধ্যম দেব, যেন সারাজীবন মনে থাকে’

newsImg

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরার কথা বলায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ‘গুণ্ডা ঘোষ’ বলে অভিহিত করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।রোববার শিক্ষামন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘দিলীপবাবু চাইছেন গরম গরম কথা বলে মোদির নজর কেড়ে দলে নিজের নম্বর বাড়াতে।’ এ নিয়ে আগামী বুধ, বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিল, সমাবেশ ও বিক্ষোভ করা হবে বলে তিনি জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র ও সংসদ সদস্য ডেরেক ও’ ব্রায়েন বলেন, ‘বিজেপির রাজ্য সভাপতির মুখে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যে বেপরোয়া মনোভাবের প্রতিফলন ঘটেছে।’ ওই ঘটনাকে ‘থার্ড ক্লাস পলিটিক্স’ বলেও মন্তব্য করেছেন তিনি।অন্যদিকে, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হুঁশিয়ারি দিয়েছেন, উত্তর ২৪ পরগণা জেলায় দিলীপ ঘোষকে ঢুকতে দেয়া হবে না। তার মন্তব্য, ‘মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা বললে দিলীপ ঘোষকে ধরে বেধড়ক পেটানো হবে। দিল্লির নেতারাও ওকে বাঁচাতে পারবে না। এমন উত্তম-মধ্যম দেব যেন সারাজীবন মনে থাকে।’উল্লেখ্য, গত শুক্রবার পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে, মুখ্যমন্ত্রী দিল্লিতে তিন-চারদিন নাচানাচি করে এলেন। আমরা চাইলে ওকে চুলের মুঠি ধরে সরিয়ে দিতে পারতাম।’ এরপরেই এ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 468 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends