বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

বিরোদী দল

12-12-2016 01:01:01 PM

বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে সরকার : রিজভী

newsImg

সরকার শুধুমাত্র নিজের প্রভাব বিস্তার করতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।রিজভী বলেন, সুপ্রীম কাের্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বেশ কিছুদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতা, দ্বৈত শাসন এবং হস্তক্ষেপ নিয়ে ক্ষুব্ধ প্রকাশ করে আসছেন। তিনি নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত বিধিমালার যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা (বিএনপি) স্বাগত জানাই।বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে আপিল বিভাগে শুনানিকালে তিনি এসব মন্তব্য করেন।সাংবাদিক সম্মেলনে রিজভী বলেন, ‘যদি আদালত স্বাধীন হয় তাহলে ন্যায় বিচারের নিশ্চয়তা থাকে। কিন্তু সরকার নিজের প্রভাব বিস্তার করার জন্য তা (স্বাধীন) করছে না।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু করতে আবারও সেনাবাহিনী মোতায়েন দাবি করে তিনি বলেন, এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও এখনও ভয়ভীতিমুক্ত হতে পারেনি ভোটাররা। দিন যতো অতিবাহিত হচ্ছে ততোই শাসকদলের একদলীয় বাকশালী চরিত্র আরও তীব্র মাত্রায় ফুটে উঠছে।তিনি আরও বলেন, এমনিতেই সন্ত্রাসকবলিত নারায়ণগঞ্জে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করে, তার উপর আসন্ন নাসিক নির্বাচনকে কেন্দ্র করে শাসকদলের বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের এখনও কোন নির্দেশ নেই। অস্ত্রবাজদের অস্ত্রের ঝনঝনানীর আশঙ্কায় ভোটারদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। নির্বাচনী তফশীল ঘোষণার পরপরই বৈধ অস্ত্র জমা নেয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিধান থাকলেও এব্যাপারে নির্বাচন কমিশন কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি’।সন্ত্রাসের অভয়ারণ্য খ্যাত নারায়ণগঞ্জে শাসকদলের ভাড়াটিয়া গুন্ডাদের আনাগোনা বেড়ে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘নাসিক নির্বাচনে শাসকদলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী থেকে শুরু করে স্থানীয় এমপি এমনকি গণভবনে সভা করে সরকার প্রধানও আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে ব্যাপক অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন নিশ্চুপ। স্থানীয় এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রকাশ্য সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভিকে ভোটদানের আহবান জানিয়েছেন, যা ভোটারদের প্রভাবিত করছে, এটি সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধ লঙ্ঘন।’তিনি অভিযোগ করেন, ‘সেনাবাহিনী মোতায়েন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে আগামী ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনকে একতরফা করার জন্য সরকার, শাসকদল ও নির্বাচন কমিশনের একযোগে হাইব্রিড আক্রমণের পরিকল্পনা আছে কী না তা জনমনে এই ভাবনা এখন প্রকট আকারে দেখা দিয়েছে।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 483 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends