বাংলাদেশ | বুধবার, এপ্রিল ২৪, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

অর্থনীতি

10-12-2016 10:06:07 PM

বাজারে বেড়েছে তেলের দাম

newsImg

বাজারে হঠাৎ করে বেড়েছে ভোজ্য তেলের দাম। রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে রয়েছে দামের হেরফের। যোগানদাতারাদের কারসাজিকেই দায়ী করছেন বিক্রেতারা। তবে কমেছে ডালের দাম। নতুন চালে স্বাভাবিক হতে শুরু করেছে চালের বাজার।নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে ভোজ্যতেল অন্যতম। হঠাৎ অস্থির হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। সয়াবিন, পাম ও সুপার বেড়েছে সব রকম তেলের দাম।সপ্তাহের ব্যাবধানে টিসিবি দাম বাড়িয়েছে ৩ থেকে ৪ টাকা। অথচ বাজারে খোলা তেল লিটারে বেড়েছে ৫ টাকা পর্যন্ত। আর বোতলজাত তেলের দামও বেড়েছে। আবার বাজারভেদে রয়েছে দামের হেরফের। বাজারের এ চিত্রে অস্বস্তিতে ক্রেতারা।বিক্রেতারা বলছেন, তেলের সরবরাহ কম তাই বেড়েছে দাম।এদিকে বাজারে আসতে শুরু করেছে নতুন চাল। সামনে সরবরাহ বাড়লে দাম আরও কমবে। কিছুটা কমেছে মসুর ডাল ও খেসারির ডালের দাম।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 1886 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends