বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৬ বৈশাখ,১৪৩১

ইনফরমেশন টেকনোলজি

10-12-2016 01:11:38 PM

গুগল ম্যাপকে টেক্কা দেবে অ্যাপলের ড্রোন

newsImg

গুগলের ম্যাপের সঙ্গে পাল্লা দিতে ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে অ্যাপল। এজন্য অ্যাপল একটি টিম তৈরি করেছে, যাদের কাজ হবে ড্রোন ব্যবহারের মাধ্যমে ম্যাপ থেকে ডেটা ক্যাপচার করে ইউজারদের কাছে আপডেট পাঠানো।গুগল এবং অ্যাপল উভয় সংস্থা ম্যাপিংয়ের কাজে ক্যামেরা দিয়ে সজ্জিত গাড়ি ও ভ্যান ব্যবহার করে থাকে। কিন্তু ড্রোন ব্যবহারে রাস্তা পরীক্ষা-নিরীক্ষা, রাস্তার চিহ্ন, কন্সট্রাকশান এলাকার আরও অনেক কিছু নজর দেওয়ার সুবিধা পাবে অ্যাপল। আর এজন্য অ্যাপল সিয়াটলে তাদের নিজেদের ড্রোন চালানোর সাহায্যের জন্য অ্যামাজন এয়ার সেকশান থেকে একজন কর্মচারী নিয়োগ করেছে বলে জানা গেছে।  এদিকে, ড্রোন উদ্যোগের পাশাপাশি কার নেভিগেশন উন্নত করতে এবং ম্যাপ অ্যাপকে আরও উন্নত করতেও কাজ করছে অ্যাপল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের ইনডোর ম্যাপিং ভিউ আইফোন ইউজারদের জাদুঘর এবং বিমানবন্দরে নেভিগেট করার সুবিধা দেবে। এছাড়াও অ্যাপল ম্যাপে আরও উন্নত ফিচার অ্যাড করতে কাজ করছে সংস্থাটি। এর বাইরেও ২০১৭ সালে ফিচার ও ড্রোন উভয় আপডেট একসঙ্গে চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থটির।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 419 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends