বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

08-12-2016 05:38:29 PM

শাবিতে ভর্তি জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত

newsImg

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে জড়িতদের বিরদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়া এবং সাংস্কৃতিককর্মীদের সাথে প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন, র‌্যালি ও সমাবেশ করেছে ২৪টি সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। আজ দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।এরপরই শিক্ষার্থীরা প্রতিবাদর‌্যালি বের করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে শিক্ষার্থীরা বলেন,বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোন বিষয়ে প্রশাসনের কাছে জানতে চাইলেই তারা এমন বিরুপ আচরণ শুরু করেন। এভাবে চলতে থাকলে আমরা আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সমাবেশে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভর্তি জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ ও অসৌজন্যমূলক আচরণের জন্য দু:খ প্রকাশের দাবি জানান।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 435 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends