বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৫ চৈত্র,১৪৩০

ইনফরমেশন টেকনোলজি

07-12-2016 04:25:13 PM

আপনি কোথায় আছেন জানিয়ে দেবে গুগল

newsImg

 তানজিল শরীফ  :টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল ‘ট্রাস্টেড কন্টাকস’ নামে ব্যক্তিগত নিরাপত্তা সুবিধার নতুন একটি অ্যাপ উন্মোচন করেছে। এটি ব্যবহারকারীদের জরুরি মুহূর্তে কাছের মানুষদের সঙ্গে সংযুক্ত রাখবে।ট্রাস্টেড কনট্যাক্টস অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার লোকেশন প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারবেন। যেকোনো জরুরি মুহূর্তে তারা আপনার লোকেশন জানতে রিকোয়েস্ট পাঠাবে পারবে এবং সাড়া দিয়ে আপনি জানাতে পারবেন যে, ঠিক রয়েছেন কিংবা চাইলে লোকেশন রিকোয়েস্ট উপেক্ষা করতে পারেন।যদি লোকেশন রিকোয়েস্ট পেয়ে তা শেয়ার করে প্রিয়জনকে আশ্বস্ত না করেন কিংবা লোকেশন রিকোয়েস্ট উপেক্ষা না করেন তাহলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে উদ্বিগ্ন পরিচিতজনকে আপনার লোকেশন পাঠাবে। কিংবা যদি আপনার ফোন অফলাইনে থাকে তাহলে আপনার শেষ লোকেশনটা জানাবে।এছাড়াও অ্যাপটি ‘অ্যাকটিভিটি স্ট্যাটাস’ প্রদর্শন করে যার মাধ্যমে জানা যাবে আপনার ফোনটি শেষ কোনো মুহূর্তে মুভিং ছিল।বিনা মূল্যের ‘ট্রাস্টেড কন্টাকস’ অ্যান্ড্রয়েড অ্যাপটি goo.gl/ZXHVhn থেকে ডাউনলোড করা যাবে। খুব শিগগির আইফোনের জন্যও এই অ্যাপটি উন্মোচন করা হবে বলে জানিয়েছে গুগল।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 532 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends