বাংলাদেশ | বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

07-12-2016 02:13:10 PM

ইবির জি ইউনিটের ফল প্রকাশ

newsImg

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় এ ফল প্রকাশ করা হয় বলে ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. কাজী আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, বিশ্ববিদ্যালযের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন ‘জি’ ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জাকারিয়া রহমান, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুল আরফিন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের প্রফেসর ড. শেলীনা নাসরীন এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামান। ‘জি’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে ৮ হাজার ৩ শত ২৭টি আবেদনপত্র জমা পড়ে। পরীক্ষায় ৬৭.৪১% পরীক্ষার্থী অংশ নেয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দুই শিফটে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd)  ও সংশ্লিষ্ট অনুষদের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 522 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends