বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

বিজ্ঞান / আবিস্কার

06-12-2016 05:17:09 PM

৪ জিবি র‌্যামের ফোন বাজারে ছেড়েছে এলজি

newsImg

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি তাদের নতুন ফোন বাজারে ছেড়েছে। এটির মডেল এলজি ভি২০।এ স্মার্টফোনটি অ্যানড্রয়েট নুগাট ৭.০ অপারেটিং সিস্টেম চালিত। এটি প্রথম ফোন যেখানে গুগল ইন অ্যাপস ফিচার ব্যবহার করা হয়েছে। এটিতে আছে ৫.৭ ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে। যার রেজুলেশন ১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল। এই ডিভাইসটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৮২০ প্রসেসর ব্যাবহার করা হয়েছে। আছে ৪জি র‌্যাম। ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি।  মাইক্রো এসডি দিয়ে মেমোরি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।ফোনটি বডি সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের। ফোনটি আছে ডুয়েল ক্যামেরা। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের অন্যটি ৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। আছে ডুয়েল এলএইডি ফ্লাশ ও অটোফোকাস সুবিধা। নিরাপত্তার জন্য আছে ফ্রিঙ্গারপ্রিন্ট। এটি থেকে হাইফাই ভিডিও করা যাবে।কানেক্টিভিটির জন্য রয়েছে ৪জি এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং ইউএসবি ।এটি ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। যা কুইক চার্জ হয়। ভারতের বাজারে ফোনটি পাওয়া যাবে। এ ফোনের দাম ৫৪ হাজার ৯৯৯ রুপি।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 497 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends