বাংলাদেশ | বুধবার, এপ্রিল ২৪, ২০২৪ | ১০ বৈশাখ,১৪৩১

বিরোদী দল

05-12-2016 12:59:29 PM

প্রধানমন্ত্রীর মূল টার্গেট জিয়ার মাজার: রিজভী

newsImg

লুই আই কানের মূল নকশা বাস্তবায়নের নামে প্রধানমন্ত্রীর মূল টার্গেট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার (৫ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর টার্গেট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার। তাই মূল নকশা বাস্তবায়নের নামে মাজার সরানোর নীল নকশা করছেন। লুই আই কানের নকশা নিয়ে সরকারের দৌড়ঝাপ প্রধানমন্ত্রীর হিংসাশ্রয়ী আচরণেরই বহি:প্রকাশ। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়ার মাজার কমপ্লেক্স উচ্ছেদ করা। কিন্তু জনগণ ভোটারবিহীন সরকারের এই নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে এক অশুভ পরিণতির দিকে ঠেলে দিতে চান। তিনি রক্তপাত ছাড়া স্থির থাকতে পারেন না। দেশের অভ্যন্তরে বিভেদ-বিভাজনই যেন তার রাজনৈতিক কর্মসূচি। মেরুকরণের বিপদজ্জনক খেলায় গোটা জাতিকে তিনি ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন। রিজভী আরও বলেন, বিশেষজ্ঞরা বলছেন- লুই আই কানের মূল নকশা বাস্তবায়ন কখনও সম্ভব নয়। বিএনপি মনে করে ভোটারবিহীন সরকার যে নকশা আনার চেষ্টা করছে সেটা আসল কি না, সে ব্যাপারে জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই শহীদ জিয়াউর রহমানের মাজার সরানোর সকল ষড়যন্ত্র জাতীয়তাবাদী শক্তি রুখে দেবে। এমনকি মাজার নিয়ে ষড়যন্ত্রে সরকার নিজেদের পতনে স্বেচ্ছায় স্বাক্ষর করবে। গুম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভোটারবিহীন সরকারের মন্ত্রী। ভোটারবিহীন সরকারের নীতিমালার বাইরে কথা বলবেন না। তাই গুম-খুন নিয়ে তুচ্ছ ও তামাশা করছেন। কারণ এই সরকারের ক্ষমতায় টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে গুম-খুন। তারা যদি জনসমর্থিত হতো তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণ যাকে চায় তাকে ক্ষমতা দিতো। নাসিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দল যাতে ভোটারদের ভয় দেখাতে না পারে সেটির দায়িত্ব যেমন নির্বাচন কমিশনের, তেমনি নির্বাচন কমিশনের দায়িত্ব শাসকদল নির্বাচনী প্রচারণার শুরুতেই যাতে দখলের প্র্যাকটিস শুরু না করে সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নেয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, দফতর সম্পাদক মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 515 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends