বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

বিরোদী দল

04-12-2016 05:45:20 PM

'নির্বাচন এখন প্রজেক্টে পরিণত হয়েছে'

newsImg

দেশে নির্বাচন একটি প্রজেক্টে পরিণত হয়েছে। আর এই প্রজেক্টের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।রবিবার বিকেলে সিলেট নগরীর দরগা গেইটস্থ শহীদ সুলেমান হলে মহানগর বিএনপি আয়োজিত ‘নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।নির্বাচনকে গণতন্ত্রের বাহন উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন- জনগণের প্রত্যাশার কথা চিন্তা করে খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে দেশ ও জাতির কাছে একটি প্রস্তাবনা তুলে ধরেছিলেন। এর উদ্দেশ্য ছিল দেশে সাংঘর্ষিক রাজনীতির যে সংস্কৃতি চালু আছে তা থেকে বের হয়ে আলোচনা ও সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করা।নির্বাচন কমিশন নিয়ে বাংলাদেশের সংবিধানে যে বিষয়গুলো অনুপস্থিত রয়েছে তাও খালেদা জিয়ার প্রস্তাবনায় উঠে এসেছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন- সংবিধানে উল্লেখ আছে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ দেবেন। কিন্তু এই নিয়োগ কোন পদ্ধতিতে ও তাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা কি হবে তা সংবিধানে উল্লেখ নেই। খালেদা জিয়া তার প্রস্তাবনায় কোন স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে তা তুলে ধরেছেন।মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক, খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন প্রমুখ।

 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 480 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends