বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ,১৪৩১

সরকারী দল

04-12-2016 09:21:30 AM

বেঁচে আছি, এটাই বড় কথা: প্রধানমন্ত্রী

newsImg

হাঙ্গেরি যাওয়ার পথে বিমানের যান্ত্রিক ত্রুটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্রটি যান্ত্রিক কারণেই হতে পারে, আবার মনুষ্য সৃষ্টও হতে পারে। সেটি যাই হোক বেঁচে আছি; এটাই বড় কথা। অ্যাক্সিডেন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’শনিবার (৩ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে সম্প্রতি হাঙ্গেরি সফর নিয়ে সংবাদসম্মেলনে তিনি এসব কথা বলেন।বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর নতুন এয়ার ক্রাফ্ট কেনার ঘোষণার কথা উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য নতুন এয়ার ক্রাফ্ট কেনার বিলাসিতার সময় আমাদের আসেনি। এয়ার কারও ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনা হয় না। সাধারণ মানুষের জন্য কেনা হয়।’ভারতের সঙ্গে আন্তঃনদীর পানির সুষম বণ্টনের ক্ষেত্রে শুধু তিস্তা নদী নয়, দু’দেশের মধ্যকার অভিন্ন ৫৪টি নদী নিয়েই আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গঙ্গার পানি বণ্টন। গঙ্গার পানি বণ্টন চুক্তি আমরা করেছি। অন্যগুলো নিয়েও আমরা আশাবাদী।’তিস্তার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আলোচনা করছি, এটা এখন নির্ভর করছে তাদের ওপর তারা কীভাবে নেবে। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। শুধু তিস্তা নয়, ৫৪টি নদী নিয়েই আলোচনা চলছে, এই আলোচনা চলবে।’প্রসঙ্গত, হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানি সম্মেলন ২০১৬ এ অংশ নিতে চার দিনের সফরে গত ২৭ নভেম্বর বুদাপেস্ট যান। চার দিনের সফর গত বুধবার রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 305 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends