বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ,১৪৩১

খেলা

03-12-2016 06:01:46 PM

হার দিয়ে এশিয়া কাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

newsImg

হার দিয়ে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার লীগ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থেকে এবারের আসর শেষ করলো বাংলাদেশ।

ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ওপেনার সানজিদা ইসলামের ৩৫, শায়লা শারমিনের অপরাজিত ২৫ ও শামিমা সুলতানার ১৭ রানের কল্যাণে ৩ উইকেটে ৯৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে চামারি জয়াঙ্গানি ২ উইকেট নেন।

জবাবে ১ ওভার বাকি রেখেই সান্তনার জয় পায় শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কা জিতলেও দিনের অন্য ম্যাচে থাইল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী হয়েছে পাকিস্তান। তাই বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কাও বিদায় নিচ্ছে। ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকায় ফাইনালে উঠতে পারেনি লংকানরা। আর ৫ খেলায় ৮ পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থেকে ফাইনালে উঠে পাকিস্তান।

রবিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 138 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends