বাংলাদেশ | বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ | ৩ বৈশাখ,১৪৩১

প্রবাসী

03-12-2016 04:58:43 PM

লন্ডনে বাংলাদেশী খুন, যুবক জেল হাজতে

newsImg

 যুক্তরাজ্যে এক প্রবাসী বাংলাদেশীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। পশ্চিম লন্ডনের হিলিংডন অবৈধ অভিবাসী অপসারণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।পুলিশের বরাত দিয়ে স্থানীয় দৈনিক এক্সপ্রেস জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। জানা আসাদ ইউসিফ (৩১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশী তারেক চৌধুরীকে (৬৪) হত্যার অভিযোগ ওঠে  পরে তারেক চৌধুরীকে হারমন্ডসওয়ার্থ এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।জানা যায়, তারেক চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়।পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের অভিযোগে আসাদ ইউসিফকে শনিবার হেনডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ১২ বছর আগে ব্রিটেনে পাড়ি জমান তারেক চৌধুরী। তবে সেখানে বসবাসের বৈধ নাগরিকত্ব সনদ তার ছিল না। এ কারণে সম্প্রতি তাকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠাতে অভিবাসী অপসারণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই হামলার ঘটনায় প্রাণ হারান তিনি।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2135 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends