বাংলাদেশ | বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

খেলা

03-12-2016 04:57:03 PM

সতীর্থকে অসম্মান করায় ম্যাক্সওয়েলের জরিমানা

newsImg

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে জরিমানা করা হয়েছে। সতীর্থকে অসম্মান করায় ম্যাক্সওয়েলকে জরিমানা গুনতে হচ্ছে। দলের সদস্যরাই জরিমানার এই সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি জাতীয় দলের সতীর্থ উইকেটরক্ষক ম্যাথু ওয়েডকে অসম্মানসূচক কথা বলেন ম্যাক্সওয়েল। ব্যাটিং অর্ডারে ওয়েডের নাম তার উপরে দেখে ম্যাক্সওয়েল জানান, ‘এটা ভীষণ লজ্জার যে আমাকে ওয়েডের মতো ব্যাটসম্যানের নিচে ব্যাট হাতে নামতে হয়েছে।’

অজিদের দলপতি স্টিভেন স্মিথ জানান, ‘আমরা ম্যাক্সওয়েলের এই মন্তব্যে হতাশ। প্রত্যেকে তার কথায় ব্যথিত। আমি দলের সকলের সঙ্গে কথা বলেছি, এমনকি ম্যাক্সওয়েলের সঙ্গেও আমার কথা হয়েছে। দলের পক্ষ থেকেই তার জরিমানা করা হয়েছে। এটা টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ডের কোনো সিদ্ধান্ত না। আমার মনে হয় সে যা বুঝাতে চেয়েছিল ঠিক সেভাবে বুঝিয়ে বলতে পারেনি।’স্মিথ আরও জানান, ‘আপনাকে ভালো ক্রিকেটার হতে হলে অবশ্যই সতীর্থ, প্রতিপক্ষ, ভক্ত-সমর্থক আর সংবাদমাধ্যমকে সম্মান করতে হবে। আমাদের মনে হয়েছে ম্যাক্সওয়েলের মন্তব্যটি আমাদের দলের জন্য, সতীর্থদের জন্য আর বিশেষ করে তার ভিক্টোরিয়ান দলপতি ওয়েডের জন্য অসম্মানের। তাই বিশ্বসেরা দলটি নিজেদের ভারসাম্য বজায় রাখতে গ্লেনকে জরিমানা করেছে। আর আমার বিশ্বাস গ্লেন এটা বুঝতে পারবে, দলের সকলেই বুঝতে পারবে। এই শাস্তিই হয়তো তার জন্য যথেষ্ট।’

গত মাসে শেফিল্ড শিল্ডের আসরে ভিক্টোরিয়ানদের হয়ে নেতৃত্ব দেন ম্যাথু ওয়েড। পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন তিনি। আর ছয় নম্বরে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে, একই দলের ওয়ানডে কাপে তিন নম্বরেই নেমেছিলেন ম্যাক্সওয়েল। আর পাঁচ নম্বরে ছিলেন ওয়েড। জাতীয় দলের অনুশীলনে পুরোনো প্রসঙ্গ টেনে ম্যাক্সওয়েল এমন মন্তব্য করেছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে দু’জনই খেলবেন জানিয়ে স্মিথ যোগ করেন, ‘মাঠের বাইরের ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এ মুহূর্তে দলের অবস্থা খুব ভালো। ম্যাক্সওয়েল আর ওয়েড দু’জনই আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। তারা নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দেবে বলেই আমার বিশ্বাস।’

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 191 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends