বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ | ৪ বৈশাখ,১৪৩১

খেলা

03-12-2016 04:55:54 PM

বিপিএলে কুমিল্লা ও বরিশালের বিদায়

newsImg

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও বরিশাল বুলস।মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করে রংপুর। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ১২৫ রান তুলতেই অলআউট বরিশাল বুলস। ফলে এ ম্যাচে ২৯ রানে জয় পেয়েছে রংপুর।রংপুরের জয়ের ফলে  বিপিএলের চতুর্থ আসর থেকে ছিটকে পড়েছে মুশফিকুর রহিমের বরিশাল বুলস। সেই সঙ্গে কপাল পুড়েছে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও। মাশরাফির কুমিল্লার এখনও একটি ম্যাচ বাকি। ওই ম্যাচে জিতে স্কোরবোর্ডে মোট ১০ পয়েন্ট জমা হলেও তাদের শেষ চারে উঠার সম্ভাবনা নেই।রংপুরের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। আফগান ব্যাটসম্যানের ৪০ বলের ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছক্কার মার। ৪১ বলে একটি করে চার ও ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ মিঠুন।তবে রংপুর দেড়শ পেরোনো পুঁজি পায় মূলত জিয়াউর রহমানের কল্যাণে। কামরুল ইসলাম রাব্বির করা ইনিংসের শেষ ওভারে ২ চার ও এক ছক্কায় জিয়াউর তোলেন ২০ রান। ১৭ বলে ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। সৌম্যর সরকার করেন ১৭ রান।বরিশালের হয়ে কামরুল ইসলাম ও থিসারা পেরেরা নেন ২টি করে উইকেট। একটি উইকেট জমা পড়ে রায়াত এমরিটের ঝুলিতে।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 185 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends