বাংলাদেশ | বুধবার, এপ্রিল ২৪, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

সরকারী দল

03-12-2016 04:21:36 PM

সংসদ এলাকায় সবার কবর সরানো হবে- খাদ্যমন্ত্রী

newsImg

জাতীয় সংসদ নিয়ে স্থপতি লুই আই কানের নকশা বাস্তবায়নে জিয়াউর রহমানসহ ওই এলাকায় যার যার কবর আছে সকলের কবর সরানো হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক অধিকার ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন। কামরুল ইসলাম বলেন, শুধু জিয়াউর রহমানের কবর সরানোর জন্য নকশা আনা হয়নি বরং ওই এলাকায় এম সবুর খানসহ যার যার কবর আছে, সব কবরই সরিয়ে লুই আই কানের নকশা বাস্তবায়ন করা হবে। জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে সরকার মুছে ফেলতে চায় না। ইতিহাসে জিয়াউর রহমান খলনায়ক হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন। খালেদার জিয়ার মামলা প্রসঙ্গে কামরুল বলেন, খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকাশ্য আদালতে বিচার হচ্ছে। এই মামলায় যে রায় হয় আমরা তা মেনে নেব। দেশের বিভিন্ন ক্লান্তিকালে সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংবাদিকরা গৌরবজ্জল ভূমিকা পালন করেছে। একটা সময় ছিল যখন সাংবাদিকদের কলাম রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব ফেলতো। এ প্রসঙ্গে তিনি সাংবাদিক মানিক মিয়া, জহুর আহমদ চৌধুরীর নাম উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িতার বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা না করে উপায় নেই। এজন্য সাংবাদিকদের স্যালুট জানাই। বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের উপদেষ্টা আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান। 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 341 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends