বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ,১৪৩১

সরকারী দল

03-12-2016 01:07:48 PM

প্রধানমন্ত্রীর বিমান ত্রুটি ষড়যন্ত্রের অংশ : হাছান

newsImg

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানে ত্রুটি নিছক কোন ত্রুটি নয়, এটা ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।শনিবার (০৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের সকল সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, এটা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত সন্দেহে এরই মধ্যে ৬ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমেই পুরো বিষয়টি বেরিয়ে আসবে। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।চন্দ্রিমা উদ্যান মাজারে আদৌ জিয়ার লাশ আছে কি না পরীক্ষার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহবান জানিয়ে হাছান মাহমুদ বলেন, পরীক্ষার পর যদি দেখা যায়, সেখানে জিয়ার লাশ নেই বা কোন লাশই না থাকে, তাহলে সেখানে মাজার রাখার প্রশ্নই আসে না।আওয়ামী লীগের এই নেতা বলেন, সংসদ ভবন এরিয়ায় কোন মাজার রাখা হবে না। শুধু জিয়ার মাজার নয়। লুই কানের পুরনো নকশা অনুযায়ী সংসদ ভবন এলাকা সংরক্ষণ করা হবে। কাজেই যেহেতু জিয়ার মাজার নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে তাই এটি সরকারকে পরীক্ষার আহবান জানাচ্ছি। সেখানে কোন লাশ না থাকলে মাজার রাখা উঠিয়ে দেয়া হবে। এ নিয়ে কোন প্রশ্ন থাকবে না।এসময় মিয়ানমারসহ বিশ্বে যেসব সংখ্যালঘূদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, তা অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি। মানববন্ধনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 213 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends