বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

03-12-2016 12:18:15 PM

জাবির কেন্দ্রীয় গ্রন্থাগার ৭ দিনই খোলা থাকবে

newsImg

শিক্ষার্থীদের বাড়তি পড়াশোনার সুযোগ করে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়রে (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে ৭ দিনই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । শুক্রবার (২ নভেম্বর) বিকাল ৩ টা থেকে গ্রন্থাগারের এই নতুন সূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের এ গ্রন্থাগারের নতুন সূচি হলো- রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮.৩০ মিনিট থেকে রাত ৯.৪৫, শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৯.৩০, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত গ্রন্থাগার খোলা থাকবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজিত কুমার মুজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হলো কেন্দ্রীয় গ্রন্থাগার। গ্রন্থাগারের এই জ্ঞান সমুন্দ্র থেকে শিক্ষার্থীরা তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি ও মেধাচর্চা করতে পারে। তাই শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে বাড়তি পড়াশোনার তাগিদে নতুন এই উদ্যেগ।’

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 465 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends