বাংলাদেশ | শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

বিজ্ঞান / আবিস্কার

03-12-2016 11:11:14 AM

ফেসবুকের রং কেন নীল-সাদা

newsImg

তানজিল শরীফ : জনপ্রিয় বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ মাধ্যম ফেসবুকের রং কেন নীল-সাদা। এর মধ্যে সাদা আসলে কোন রং নয়। সাদা হচ্ছে সব রং এর মিশ্রন। আবার ফেসবুকের লোগোতে ব্যবহার করা হয়েছে সাদা রং। অনেকেরই মনে হয়তো প্রশ্ন আসে, এতো রং থাকতে কেন ফেসবুকে শুধু নীল-সাদা রং ব্যবহার করা হয়। সে রহস্যের সমাধান করেছেন খোদ জাকারবার্গই। কারণ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বর্ণান্ধ। তিনি সাদা-কালো-নীল ছাড়া কিছু বুঝতে পারেন না। যতো রং-ই তার সামনে নেয়া হোক না কেন, তিনি কেবল এই তিনটি দেখতে পান।  লাল বা সবুজের মতো রংগুলো তিনি দেখতেই পান না। নীল রংটাই তিনি সব থেকে স্পষ্ট দেখতে দেখতে এবং বুঝতে পারেন। আর সাদা তার এমনিই পছন্দ। তাই ফেসবুকের জন্যও তিনি এই দুটি রংকেই বেছে নিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে জাকারবার্গ সর্ম্পকে একটি ফিচার প্রতিবেদনে তার সর্ম্পকে এই বিবরণ তুলে ধরা হয়েছে। এতে তার সর্ম্পকে বেশ কিছু অজানা বিষয় তুলে ধরা হয়। যেমন তার অনেকগুলো ডাকনাম আছে। মা তাকে ডাকেন প্রিসলি, বন্ধুরা বলেন, জ্যাক, হার্ভাডের ক্লাসফ্রেন্ডরা ডাকে স্লাইয়ার। জাকারবার্গ প্রতিবছর মাত্র একদিন টাই পরেন। বেশকয়েক বছর ধরে তিনি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। আর তার প্রিয় অভিনেত্রী হলিউডের টেইলর সুইফট। 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 802 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends