বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৫ বৈশাখ,১৪৩১

বিরোদী দল

24-11-2016 11:46:22 AM

নাইকো দুর্নীতি মামলা বাতিলে খালেদার আবেদন আপিলেও খারিজ

newsImg

নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলবে বলেও জানিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, দুই দিন শুনানি শেষে ২১ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 394 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends