বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

স্বাস্থ্য কথা

09-11-2016 03:01:56 PM

টিউমার স্তন ক্যান্সারের একমাত্র লক্ষণ নয়

newsImg

নতুন এক গবেষণা বলা হয়েছে, যে নারীদের স্তন ক্যান্সার ধরা পড়ে তাদের এক-ষষ্ঠাংশ (১৭ শতাংশ) চিকিৎসকের কাছে অন্য ধরনের লক্ষণ নিয়ে হাজির হন। তারা সাধারণত স্ফীত পিণ্ড দেখলেই চিকিৎসকের কাছে যান। স্তন ক্যান্সারে স্ফীত পিণ্ড ছাড়াও অন্যান্য লক্ষণে ধরা পড়ে। এর মধ্যে রয়েছে অস্বাভাবিক নিপল, স্তনে ব্যথা, ত্বকে অস্বাভাবিকতা, আলসার, স্তনের আকৃতি অস্বাভাবিক হয়ে যাওয়া এবং প্রদাহ হওয়া। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিশেষজ্ঞ মনিকা কু জানান, আমাদের গবেষণায় ৬ জন নারীকে বেছে নেওয়া হয়েছে। এদের সবার স্তন ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু স্ফীত পিণ্ড ছিল না তাদের। সবার জানা উচিত যে, কেবলমাত্র স্ফীত অংশই স্তন ক্যান্সারের লক্ষণ নয়। আগেভাগেই ক্যান্সার ধরা পড়লে মৃত্যুঝুঁকি কমে আসে। এ গবেষণায় ২৩০০ নারীর ওপর গবেষণা করে যাদের স্তন ক্যান্সার ধরা পড়ে ২০০৯-২০১০ সালের মধ্যে। একমাত্র স্তনের কোনো অংশে টিউমারের মতো কিছু দেখা গেলেই স্তন ক্যান্সারের কথা চিন্তা করেন নারীরা। কিন্তু এমনটা না দেখলে অন্যান্য লক্ষণকে তারা তেমন পাত্তা দেন না। দ্য ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক কারেন কেনেডি জানান, আসলে নারীরা এ সমস্যা নিয়ে খুব দেরি করে চিকিৎসকের কাছে যান। তাই স্তন ক্যান্সারের যাবতীয় লক্ষণ সম্পর্কে ধারণা রাখা উচিত তাদের। এ বছরের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ক্যান্সার কনফারেন্সে উত্থাপন করা হয়েছে  

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 853 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends