বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

ইনফরমেশন টেকনোলজি

20-10-2016 05:23:35 PM

ফেসবুকে সাড়া বাড়ছে তারানার

newsImg

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু থেকেই সরব ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নানা অনুরোধে সাধ্যমতো সাড়াও দিয়ে থাকেন তিনি।

এবার তেমনই এক অনুরোধের প্রেক্ষিতে মেহেরপুরে নির্মিত টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তারানা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর বনানীতে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন করতে গিয়ে প্রতিমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন।

তারানা বলেন, ‘আমার ফেসবুক পেজে তরিকুল ইসলাম মেহেরপুরে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার নির্মাণের অনুরোধ করেন। তারই অনুরোধের প্রেক্ষিতে এরইমধ্যে এটি নির্মাণ করা হয়েছে এবং শিগগিরই সেটি উদ্বোধন করা হবে।’

এছাড়া শরীয়তপুর জেলা সদরে টেলিটকের থ্রি জি নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য অনুরোধ করেছেন মেহেদী হাসান। এ লক্ষ্যে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালককে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেছেন বলে যোগ করেন তারানা।

তিনি জানান, টেলিটক এখন পরিকল্পনা অনুযায়ী চলছে। দায়িত্বগ্রহণের ১ বছরের মধ্যে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার ৮২টি থেকে ৯১টিতে উন্নীত করেছি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এ সংখ্যা ১০২টা করার লক্ষ্য রয়েছে। এ হিসাবে প্রতিমাসে ৩টি কাস্টমার কেয়ার সেন্টার নির্মাণ করতে হবে। যা গত মাসে ৩টি করা হয়েছে। এছাড়া চলতি মাসেও হবে। এরইমধ্যে চলতি মাসের ৩টির মধ্যে বনানীতে আজকে একটি উদ্বোধন করা হয়েছে। আর বাকি দুটি নেত্রকোনা ও খাগরাছড়ি উদ্বোধন করা হবে।

এদিকে দায়িত্বগ্রহণের ১ বছরের মধ্যে টেলিটকের ৩৮ হাজার রিটেইলার ৫২ হাজারে উন্নীত হয়েছে বলে জানান তারানা হালিম। যা আগামি ফেব্রুয়ারি মাসের মধ্যে ৭২ হাজারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

তারানা হালিম জানান, টেলিটকের নিজস্ব অর্থায়নে ৭০০ কোটি টাকার একটি প্রকল্প চালু আছে। এ প্রকল্পের ২টি লটের কাজ আগামী জানুয়ারির মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে উপজেলা পর্যায়ে থ্রি জি নেটওয়ার্ক প্রদানে সক্ষমতা আসবে।

তিনি বলেন, ‘৩ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যা পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।’

বর্তমানে টেলিটকের নেটওয়ার্ক শুধু চিন্তার কারণ। তবে প্রকল্প দুটির কাজ শেষ হলে এ সমস্যা কেটে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

খবরটি সংগ্রহ করেনঃ- আইনিউজ২৪.কম
এই খবরটি মোট ( 234 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends