বাংলাদেশ | বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

স্বাস্থ্য কথা

20-10-2016 05:07:15 PM

ব্রেস্ট ক্যান্সারের রোগীদের জন্য সুখবর!

newsImg

নারীদের ব্রেস্ট ক্যান্সারের চিকিত্সায় দীর্ঘ মেয়াদী ওষুধ সেবন করতে হয়। আর এসব ওষুধের রয়েছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া। আশার কথা হচ্ছে বিশেষজ্ঞগণ ট্যামোক্সেফেন নামের ওষুধের জেল তৈরি করেছেন। এই জেল ওষুধ বাইরে থেকে ব্যবহার করলে চলবে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্যামোক্সেফেন জেল একই ধরনের খাবার ওষুধের চেয়ে অধিক কার্যকর। যেহেতু ওষুধ সেবন করতে হবে না তাই পার্শ্বপ্রতিক্রিয়াও অত্যন্ত কম। মুখে খাবার ট্যামোক্সেফেন থেকে ব্লাডক্লটসহ অন্যান্য জটিলতা হতে পারে।

এব্যাপারে শিকাগোর নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ড. সীমাখান উল্লেখ করেছেন যে, তারা ব্রেস্ট ক্যান্সারের রোগীদের ওপর জেল ব্যবহার করে সুফল পেয়েছেন। আর এই চমত্কার গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে ক্লিনিক্যাল ক্যান্সার জার্নালে।

আর বিশেষজ্ঞগণ বলছেন, বড় ধরনের স্ট্যাডিতে যদি ট্যামোক্সেফেন জেল কার্যকর প্রতীয়মান হয় তবে মুখে খাবার ট্যামোক্সেফেন সেবন করতে হবে না। তখন ব্রেস্ট ক্যান্সারের রোগীদের জন্য সত্যিই সুখবর হবে এটা।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

খবরটি সংগ্রহ করেনঃ- আইনিউজ২৪.কম
এই খবরটি মোট ( 282 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends