বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১১ বৈশাখ,১৪৩১

পড়াশুনা, পরীক্ষা ও ফলাফল

20-10-2016 04:55:47 PM

ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

newsImg

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এতে আসন প্রতি লড়বে ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১ পর্যন্ত অনুষ্ঠিত এই ইউনিটের পরীক্ষায় এ বছর এক হাজার ৭৪৫ আসনের জন্য ৯০ হাজার ৪২৭ জন ভর্তিচ্ছু অংশ নিবে।

বিবৃতি বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে এ ইউনিটের পরীক্ষা হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইরে ২৯টি কেন্দ্র অনুষ্ঠিত হবে।

বাইরের কেন্দ্রসমূহ হলো- বিশ্ববিদ্যালয়ের হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ড. শহীদুল্লাহ কলেজ, ইডেন মহিলা কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল এন্ড কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ।

এছাড়াও নটরডেম কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়েল স্কুল এন্ড কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, লালবাগ মডেল স্কুল ও কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এন্ড কলেজ, সেগুনবাগিচা হাইস্কুল এবং ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় ভর্তি কমিটির নির্দেশনা বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের (admission.eis.du.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।

খবরটি সংগ্রহ করেনঃ- আইনিউজ২৪.কম
এই খবরটি মোট ( 263 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends