বাংলাদেশ | শনিবার, এপ্রিল ২০, ২০২৪ | ৭ বৈশাখ,১৪৩১

বিনোদন

20-10-2016 04:49:03 PM

মঞ্চ প্রস্তুত, আসছেন নগরবাউল

newsImg

জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের (জবি) এক যুগে পদার্পন উপলক্ষে আ‌য়ো‌জিত কনসা‌র্টের জন্য মঞ্চের প্রস্তু‌তি সম্পন্ন করা হ‌য়ে‌ছে। কনসার্ট মাতা‌তে নগরবাউল জেমসের অপেক্ষায় অধীর আগ্রহ নি‌য়ে ক্যাম্পা‌সে অবস্থান কর‌ছেন জ‌বি শিক্ষার্থী‌রা।

জবি‌র ১১ বছর পূ‌র্তি‌তে জেম‌সের পাশাপা‌শি ‘শি‌রোনামহীন’ না‌মের ব্যান্ড দল‌টিও সংগীত প‌রি‌বেশন কর‌বে ব‌লে জানা যায়। 

‌নগর বাউল ও শি‌রোনামহী‌নের গানের সা‌থে আন‌ন্দে মে‌তে উঠ‌তে ক্যাম্পাস জু‌ড়ে শিক্ষার্থী‌দের মধ্যে চরম উচ্ছ্বাস বিরাজ করছে। 

ত‌বে জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের এক যু‌গে পদার্পণ শুধু জেমস কিংবা শি‌রোনামহী‌নের অপেক্ষায় থে‌মে নেই। 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বি‌ভিন্ন বিভা‌গের সাম‌নে শিক্ষার্থীরা স্ব স্ব বিভা‌গের সহপা‌ঠি‌দের সা‌থে নি‌য়ে মেতেছে না‌চে আর গা‌নে। তারা নিজস্ব উদ্যোগে সাউন্ড সি‌টেম নি‌য়ে মে‌তে উঠ‌ছে আপন  উচ্ছ্বা‌সে। 

আনন্দে মে‌তে ওঠা ইতিহাস বিভা‌গের অষ্টম ব্যা‌চের শিক্ষার্থী ফারহানা রত্না‌ ব্রে‌কিংনিউজ‌কে ‌বলেন, ‘আজ যে আন‌ন্দ পা‌চ্ছি তা ম‌নে হয় বাসার কা‌রেও বি‌য়ে‌তেও পাই না। তাছাড়া আমার বিশ্ব‌বিদ্যাল‌য়ের জন্মদিন আজ। যে বিশ্ব‌বিদ্যালয় আমার কা‌ছে গর্বের প্রতীক।’ 

ক্যাম্পাস ঘু‌ড়ে কোথাও কোথাও শিক্ষক-শিক্ষার্থী‌দের একাকার হ‌য়ে মি‌শে যে‌তে দেখা গে‌ছে। 

ত‌বে এতো আ‌নন্দের প‌রও জেম‌সের আগমন যেন বাড়‌তি আনন্দের সঞ্চার ক‌রে দি‌য়ে‌ছে শিক্ষার্থীদের মাঝে। 

‌শিক্ষার্থী‌দের আবেগই ব‌লে দি‌চ্ছে, নগরবাউল জেমস্ যেন বিশ্ব‌বিদ্যালয় দিব‌সের প‌রিপূর্ণতা এনে দিয়েছে। 

খবরটি সংগ্রহ করেনঃ- আইনিউজ২৪.কম
এই খবরটি মোট ( 175 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends