বাংলাদেশ | বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ | ১৪ চৈত্র,১৪৩০

জাতীয়

17-10-2016 05:31:23 PM

পটুয়াখালীতে শিশু হত্যার দায়ে পিতা-মাতা-ছেলের যাবজ্জীবন কারাদন্ড

newsImg

পটুয়াখালীতে শিশু শাকিল (১০) হত্যার অভিযোগে পিতা-মাতা ও সন্তানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর দু’টায় পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল হায়দার আদালতে এ রায় প্রদান করেন। রায় প্রদান কালে উক্ত আসামীরা পলাতক ছিলেন। মামলার বিবরন ও আদালত সুত্রে জানা গেছে, জেলার কলাপাড়া উপজেলার পূর্ব ধুলাশ্বর ইউনিয়নে ২০০৯ সালের ২৪ এপ্রিল তরমুজ ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে মোমাশ্বের মৃধার শিশু সন্তান শাকিল (১০) কে অপহরন করেন প্রতিবেশি শাহজাহান ফকির গং। অনেক খোজা-খুজিরে পরে-পর ২৫ এপ্রিল দুপুর দুইটার দিকে ধুলাশ্বরের কাউয়ারচর এলাকায় মৃত্যু অবস্থা শাকিলের লাশ উদ্ধার করেন তার পরিবার।এঘটনায় ২৫ এপ্রিল শাকিলের মা জসমনি আক্তার বাদী হয়ে প্রতিবেশি শাহজাহান ফকির, তার স্ত্রী আনোয়ার বেগম ও ছেলে ছলেমান ফকিরসহ ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন কলাপাড়া থানায়। ২০১০ সালের ৮ জানুয়ারী উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই মনিরুজ্জামান তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জ গঠন করেন।উক্ত আদালত ১২ জনের স্বাক্ষ গ্রহন শেষে উক্ত আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হয়েছে এই মর্মে (১৭ অক্টোর) সোমবার দুপুর দেড়টার দিকে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল হায়দার অভিযুক্ত ও মামলার প্রধান আসামী শাহজাহান ও তার স্ত্রী মোসাঃ আনোয়ারা বেগম এবং তাদের পুত্র ছলেমানকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন এবং প্রত্যক কে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। তবে এ রায় প্রদান কালে তিন আসামী পলাতক ছিল।উক্ত মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অতির্ক্তি পিপি এ্যাড. কমল দত্ত এবং আসামী পক্ষের আইন জীবী ছিলেন ষ্ট্রেট ডিফেন্স এ্যাড. মেহেদী হাসান তাজ।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news24.com
এই খবরটি মোট ( 953 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends