বাংলাদেশ | বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ | ১২ বৈশাখ,১৪৩১

ঢাকা শেয়ার বাজার

20-08-2016 09:55:32 PM

ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে

newsImg

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনে উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে,ডিএসইতে আজ ৩২৬ টি সিকিউরিটিজের ১২ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৯২৮ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মূল্য ৫১১ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৭৬৮ টাকা।লেনদেন হওয়া সিকিউরিটিজসমূহের মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, কমেছে ১৫৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।  ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০.১৬ পয়েন্ট কমে ৪৫৮৫.০৮ পয়েন্ট, ডিএস-৩০ ইনডেক্স ৫.৭০ পয়েন্ট কমে ১৭৬৫.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ ইনডেক্স (ডিএসইএক্স) ১.০৭ পয়েন্ট কমে ১১২১.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।  টাকার অংকে লেনদেনে এগিয়ে থাকা প্রধান ১০টি সিকিউরিটিজ হলো:ন্যাশনাল টিউবস,আমান ফীডস, কাশেম ড্রাইসেল, এমজেএল বাংলাদেশ,ইফাদ অটোস,এক্মি ল্যাবরেটরিস্,আল-হাজ্ব টেক্সটাইল, সাইফ পাওয়ার,ইবনে সিনা ও শাহজিবাজার পাওয়ার।  দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি সিকিউরিটিজ হলো:সাইফ পাওয়ার,ন্যাশনাল টিউবস,কাশেম ড্রাইসেল,এমারেল্ড অয়েল, স্টাইল ক্র্যাফট, আল হাজ্বটেক্স, ইনটেক অনলাইন, ঢাকা ডাইং, আইটি কন্সালটেন্ট লিঃ ও জিকিউ বলপেন। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি সিকিউরিটিজ হলো:৮ম আইসিবি,সোনারগাঁও টেক্স,মেঘনা পিইটি,ঢাকা ব্যাংক, ভ্যানগার্ড এএমএল বাংলাদেশ মি. ফা. ১, খান ব্রাদার্স পিপি,মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন, শ্যামপুর সুগার ও প্রগ্রেসিভ লাইফ। 

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 2680 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends