বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৬ বৈশাখ,১৪৩১

অর্থনীতি

29-03-2016 06:13:51 PM

'হ্যাকিং নয়, রিজার্ভ চুরি ডিজিটাল ডাকাতি'

newsImg

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনাকে ‘ডিজিটাল ডাকাতি’ বলে অভিহিত করেছে বিএনপি। তাদের দাবি, ব্যাংক লুটের ঘটনাটি কোনো হ্যাকিং বা ম্যালওয়ার ভাইরাসের কারণে নয়, বাংলাদেশ ব্যাংকের ‘ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি’ এ কাজে জড়িত। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) লুণ্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে কীভাবে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এ তথ্য জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দলের নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনার বিশ্লেষণাত্মক পর্যালোচনা ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থাপন করেন। সুইফট-এর সিইও মাইক ফিশকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘সুইফট সর্বোচ্চ নিরাপত্তায় সেবা প্রদান করে। গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা এবং সদস্যদের তথ্য সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখে তারা। তাদের কাছে এমন কোনো সাক্ষ্যপ্রমাণ নেই বা তাদের নেটওয়ার্কে এমন কোনো তথ্য নেই যে, তাদের ভাণ্ডারে আজ পর্যন্ত কখনো অননুমোদিত অনুপ্রবেশ ঘটেছে।’ বাংলাদেশ ব্যাংক ‘ফায়ার-আই’ এবং ওয়ার্ল্ড ইনফরমেটিকস কোম্পানি দুটিকে অর্থ কেলেঙ্কারির বিষয়টি তদন্ত করার জন্য নিয়োগ করা হয়েছে। ‘ফায়ার-আই’-এর এ পর্যন্ত পরিচালিত অনুসন্ধানের ফলাফল ভিডিওচিত্রে দেখানো হয়েছে। ‘ফায়ার আই’-কে উদ্ধৃত করে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের সুইফট নেট সফটওয়্যার পরিচালনাকারী সিস্টেমে কোনো সমস্যা পাওয়া যায়নি। ‘ফায়ার-আই’ দেখেছে, বাংলাদেশ ব্যাংকে ব্যবহৃত ৩২টি কম্পিউটার ম্যালওয়ার দ্বারা সংক্রমিত হয়েছে। কিন্তু ওই ৩২টি কম্পিউটারই ফায়ার-ওয়াল ব্যবহারের মাধ্যমে সুইফট যন্ত্রপাতি সংস্থাপিত এরিয়া থেকে বিচ্ছিন্ন বা আলাদা করা আছে।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন― বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা।

খবরটি সংগ্রহ করেনঃ- আই-নিউজ২৪.কম
এই খবরটি মোট ( 1707 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends