বাংলাদেশ | শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ | ৫ বৈশাখ,১৪৩১

ইনফরমেশন টেকনোলজি

29-03-2016 05:56:12 PM

সাইবার সিকিউরিটি নিয়ে চীনে নতুন সংগঠন

newsImg

ঢাকা: এই প্রথম চীনে সাইবার সিকিউরিটি অর্গানাইজেশন গঠন করা হলো। এটা মূলত পাবলিক অর্গানাইজেশন। এই সংগঠনের মূল লক্ষ্য দেশটির জাতীয় সাইবার সিকিউরিটি নিশ্চিত করা। একই সঙ্গে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া।

গ্লোবাল টাইমস জানিয়েছে, এই অর্গানাইজেশনের নাম ‘দ্য সাইবার সিকিউরিটি অ্যাসোশিয়েশন অব চায়না’। গত শুক্রবার চীনের বেইজিংয়ে সংগঠনটি যাত্রা করে। 

এতে আছে একাডেমিক ইনস্টিটিউশন, ব্যক্তি এবং ইন্টারনেট কোম্পানিজ যেমন টেনসেন্ট। আরও আছে জনপ্রিয় ইন্টারনেট সিকিউরিটি কোম্পানি কুইহু ৩৬০।

এই সংগঠন চীনের সরকারের সাইবার নিরাপত্তা দেয়ার পাশাপাশি জনগণকে সাইবার নিরাপত্তা দিয়ে সচেতনতা তৈরি এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে দিকনির্দেশনা দেবে।

খবরটি সংগ্রহ করেনঃ- i-news24.com
এই খবরটি মোট ( 839 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends