বাংলাদেশ | মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪ | ৪ চৈত্র,১৪৩০

রাশিফল

05-05-2015 04:10:59 PM

অনলাইনে আয়, এডসেন্স, ফ্রিল্যান্সিং, ব্লগিং ট্যাগসমুহ: অনলাইনে টাকা, অনলাইনে টাকা আয়, আয়ের কয়েকটি

newsImg

ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে বাংলাদেশে অনেক গুঞ্জন শোনা যায়, পোস্ট দেখা যায়। সত্যি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়? হ্যাঁ যায়, তবে স্বপ্নের মতো আয় করা যায় না, শ্রম করে আয় করতে হয়। এর জন্য নিজেকে প্রস্তুত করা একান্ত প্রয়োজন।

 

বাংলাদেশে প্রচলিত নতুনদের অনলাইনে আয়ের সবচেয়ে সহজ উপায় হলো পিটিসি। এ পদ্ধতিতে বিভিন্ন পিটিসি সাইটে ফ্রি রেজিস্ট্রেশন করে, প্রতিদিন লগ ইন করে কিছু লিংকে ক্লিক করে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় এবং এ থেকে আয় হয় কিন্তু ব্যাল্যান্স উত্তোলন করতে গেলেই বিপাকে পড়েন কারন অধিকাংশ পিটিসি সাইট পেমেন্ট দেয়না আর যারা পে করে তাদের আয় দিয়ে আপনি ইন্টারনেটের বিল উত্তোলন করতে পারবেন না।

 

তাই পিটিসিকে বাদ দিয়ে আমরা দেখবো কিভাবে সহজ উপায়ে অনলাইনে টাকা আয় করা যায়ঃ-

 

যারা ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী, চোখ রাখুন আমার বিভাগ ভিত্তিক তৈরি প্রতিটি পোস্টে যা আপনাকে সহায়তা করবে আপনার ভবিস্যৎ ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়তে ।

 

গত সংখ্যায় আমরা ফ্রি ব্লগিং নিয়ে বেশ কিছু আলোচনা করেছিলাম। এবং কিভাবে খুব সহজেই আপনি নিজের জন্য একটি ব্লগসাইট তৈরী করতে পারেন তা দেখেছিলাম। ওই ব্লগে আপনি পন্যের প্রচারনা করে আয় করতে পারেন । তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ ব্লগ সাইট নিয়মিত আপডেট করতে হয়।  আপনার ব্লগ সাইটে সবসময় নতুন নতুন এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আপনি যদি নিয়মিত আপনার ব্লগে লেখালেখি করতে না পারেন তখন অন্য লোককে দিয়ে তা করাতে পারেন।

 

আপনি বিভিন্ন নিবন্ধ লিখতে পারেন আর আপনার আর্টিকেল বা নিবন্ধ যতো বেশি পাঠক পড়বে, আপনি ততো বেশি টাকা আয় করতে পারবেন।

 

এডসেন্সের মাধ্যমে আয় রোজগার করতে পারেন কিন্তু, এখানে ইনকাম করার পূর্বে আপনাকে একটা তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করে নিতে হবে। অন্যথায় এই সেক্টরে আপনি অবহেলিত হবেন।

 

বাংলাদেশে ঘরে বসে ফ্রিলেন্সিং করে আয় রোজগারের একটা চমৎকার সুযোগ রয়েছে। আপনি যদি ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, এডিটিং, গ্রাফিক্স ডিজাইন অথবা অন্যান্য কাজে ভালো দক্ষতা থাকে তাহলে, আপনি অনলাইনে এসব কাজ করে আয় রোজগার করতে পারেন। আপনি চাইলে ফ্রিলেন্সিং ভিত্তিক একটা ক্যারিয়ারই গড়ে তুলতে পারেন। ফ্রিলেন্সিং কাজের ভালো জায়গার জন্য এই পাতাটি দেখতে পারেন ।

 

অনলাইন থেকে সহজে আয় করার জন্য অনেকগুলো উপায় রয়েছে আমি ইতিপূর্বে এ বিষয়ে বেশ কিছু নিবন্ধ প্রকাশ করেছি আপনি চাইলে নিম্নের নিবন্ধগুলো ভালভাবে পরে দেখতে পারেনঃ-

 

আপনি যদি ব্লগ আয় করতে চান তবে এই নিবন্ধে ব্লগ থেকে আয় সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে দেখতে নিম্নের লিংকটিতে ক্লিক করুনঃ-

 

    ব্লগ থেকে আয়ের কথা ভাবছেন ? অনলাইনে আয় করুন

     নিবন্ধ লিখে আয়

 

আপনি চাইলে এমাজন এ কিছু বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন । এমাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইকমার্স সাইট । এমাজন থেকে আয় করতে চাইলে নিম্নের লিংকটি দেখুনঃ-

 

    কিভাবে আপনি আমাজনে ইবুক বিক্রয় করে আয় করবেন ?

 

অনলাইনের বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার বিজ্ঞাপন ব্যাবহার করে আপনি নিজের ব্লগ বা ওয়েবসাইট থেকে সহজেই অর্থ উপার্জন করতে পারেন । এসংক্রান্ত বেশ কিছু নিবন্ধ দেখতে নিম্নের লিংকগুলো দেখুনঃ-

 

    গুগল এডসেন্স এর বিকল্প সমুহ

    মিডিয়া ডট নেট কি ? মিডিয়া ডট নেট রিভিউ

    ইনফোলিংকস কি? ইনফোলিংকস থেকে আয়

 

এছারাও প্রতিনিয়ত আপনাদের জন্য আরও অনেক সহজ সহজ পদ্ধতি নিয়ে নিবন্ধ প্রকাশ করছি আশা করছি আপনাদের কাজে আসবে এবং অভিজ্ঞতা বৃদ্ধি পাবে । শুভ কামনায় – শাহ্‌ সুলতান রনি

সার্চ ইঞ্জিন থেকে আগত কিওয়ার্ড সমুহঃ

 

    অনলাইনে টাকা আয়

    টাকা আয়ের সহজ উপায়

    টাকা

    অনলিনে টাকা আয়

    অনলাইনে টাকা আয়

    টাকা আয়

 

ট্যাগসমুহঃ অনলাইনে টাকা, অনলাইনে টাকা আয়, আয়ের কয়েকটি সহজ উপায়, টাকা

এসম্পর্কিত আরও আর্টিক্যাল দেখুনঃ

 

    ক্লিক করে টাকা আয় করুন আশা করি বেশ ভালই আছেন। টাইটেল দেখে হয়ত আপনি আকৃষ্ট হয়েছেন। হওয়ারই কথা কারন অধিকাংশ নতুন ব্যাক্তি যারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তারা…

    ব্লগ থেকে আয়ের কথা ভাবছেন ? অনলাইনে আয় করুন আপনি কি ব্লগ থেকে আয়ের কথা ভাবছেন ? তবে জেনে খুশী হবেন যে এই নিবন্ধে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উপস্থাপন করবো যার মাধ্যমে আপনি…

    ঘরে বসে ক্লিক করে অর্থ উপার্জন করুন   আজ আমি পিটিসি সম্পর্কে লিখব কারন আজ সকালে ১ টি বৃহৎ ইমেইল পেয়েছি মাহাবুব নামের একজন বাংলাদেশির কাছ থেকে । তিনি পিটিসি নিয়ে অনেক…

    অনলাইনে ইবুক লেখার মাধ্যমে আয় করুন   বর্তমান প্রযুক্তিবিশ্বে ফ্রিলেন্সিং আয়ের ক্ষেত্র হিসেবে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্রিলেন্সার, ওডেস্ক, স্ক্রিপ্টলেন্স ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন ফ্রিলেন্সিং সাইট প্রতিনিয়ত তৈরি হচ্ছে ।…

    ঘরে বসে আয় করুন । অনলাইনে ক্যারিয়ার গড়ুন।…   ঘরে বসে আয় করা অসম্ভব মনে হলেও প্রযুক্তির এই যুগে তা সম্ভব। আপনি সঠিক পরিকল্পনা গ্রহন এবং পরিশ্রমের মাধ্যমে ঘরে বসে আয় করতে পারবেন…

    অনলাইনে আয় করার সেরা উপায় অনলাইনে আয় করতে কে না চায় কিন্তু কতজন সফল হতে পারে ? অনলাইনে আয় করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে কিন্তু এর মাঝে অসংখ্য স্ক্যাম বা…

    সাইটে অতিরিক্ত জায়গা খরচ না করে ইনফোলিংকস…   আজ আমি আপনাদের সামনে টেক্সট লিংক বিজ্ঞাপন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আর্টিক্যাল শেয়ার করবো যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সাইটের অতিরিক্ত জায়গা খরচ না…

    গুগল এডসেন্স এর বিকল্প উপায়   গুগল এডসেন্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞাপনদাতা সংস্থা । পৃথিবীর সবচেয়ে বেশি বিজ্ঞাপনদাতাদের আখানে আনাগোনার কারনে পাবলাইশার উচ্চ মুল্যের রেমিটেন্স আয় করতে পারেন। তবে প্রতিনিয়ত…

    ইনফোলিংকস কি ? । কেন ইনফোলিংকস ব্যাবহার করবেন?   ইনফোলিংকস হচ্ছে ক্লিকসরের মতই একটি বিজ্ঞাপন সংস্থা যার মাধ্যমে আপনি আপনার আপনার ওয়েবসাইট অথবা ব্লগে টেক্সট লিংক বিজ্ঞাপন প্রচার করতে পারবেন সহজেই এবং বিভিন্ন…

    গুগল এডসেন্স এর বিকল্প সমুহ বর্তমানে গুগল এডসেন্স হচ্ছে বিষয়বস্তু সংবেদনশীল ওয়েব ভিত্তিক বিপণন নেটওয়ার্ক । কিন্তু গুগল এডসেন্স তার প্রকাশকদের খুব শক্তভাবে মনিটরিং করে থাকে এতে করে অনেক প্রকাশক…

খবরটি সংগ্রহ করেনঃ- মোঃ মঈন উদ্দিন
এই খবরটি মোট ( 4100 ) বার পড়া হয়েছে।
add

Share This With Your Friends